সভ্যতার আঙ্গিনায় দানবের পায়চারি

সভ্যতার আঙ্গিনায় দানবের পায়চারি
–সুহেল ইবনে ইসহাক

মানব নামক কিছু দানবের পায়চারি সভ্যতার আঙ্গিনায় I
বর্বরতার গোলক চাকায় ঘুরছে কিছু বিবর্ণ ঘোড়া,
নিঃসঙ্গতায় পোড়ে ছাই হয়ে যাচ্ছে
বাগানের কিছু রঙ্গিন প্রজাপতি I
তবু মানবতাকে কেউ কেউ বাজার দরে সেলাই করে
মিডিয়া রোডের বাচাল টেইলার্সে I
এসো মাড়িয়ে যাই রাজপথ,
শরতের যবনিকাকালে এসো তুমুল বৃষ্টি নামাই
ভাসিয়ে দেই বদরুলদের মতো দানবদের I
ঘুম ভেঙে ভাবি,এই বুঝি দেখবো
অজস্র বকুল ঝরছে তোমার চুল থেকে,
দিগ্বিজয়ী সূর্যটা লাল টিপ হয়ে ঝুলে আছে তোমার কপালে।
মানবতার স্পর্শে সব পথ হয়ে যাবে রূপালি ঝর্ণা,
আর ছুটে চলবে এক আদিগন্তের দিকে
সেখানে মানবতা ব্যতীত কেউ থাকবেনা!
খাদিজা ইউসুফ মালালা হয়েই ফিরে আসবে মা-বাবার বুকে।

রচনাকাল: অক্টোবর ০৯, ২০১৬, টরন্টো , কানাডা I

0.00 avg. rating (0% score) - 0 votes