নূরুল মামুন
————————
সোনার দেশে সোনার ছেলে
বদরুল তারি নাম,
দিন দুপুরে উসূল করে
ভালোবাসার দাম।
.
নার্গিস প্রেমে ব্যর্থ হয়ে
সাজে বাহাদুর,
অস্র নিয়ে আঘাত করে
দম্ভ করে চূর!
.
ভালোবাসায় জোরাজুরি
হয় না কোনদিন,
বদরুলেরা এ সমাজের
নষ্ট অর্বাচীন।
.
এমনি হাজার সোনার ছেলে
আছে দেশে ভাই,
পথে ঘাটে শিক্ষাংগনে
দেখা এদের পাই।
.
এদের পিছে রাঘব বোয়াল
আছে বসে ঢের,
পেছন থেকে কাঠি নাড়ে
যায় না পাওয়া টের।
.
এভাবে কি তনু, মিতু
হবে বলি দান?
ক্ষমা করো জাতিটাকে
আল্লাহ মেহেরবান
.
সময় থাকতে সাবধান হওরে
সকল বন্ধুজন,
নষ্ট কীটের দূরে রাখো
আপন পরিজন।।
—–
রচনাকালঃ ০৬/১০/১৬ বালাঘাটা, বিকেল ৩টা
www.krishisongbad.com