ক্ষুদ্র ও বৃহৎ

বৃহৎ ক্ষুদ্রেরে বলে তুই কত ছোটো
ক্ষুদ্র কহে মোর তুলনা না আছে আর দুটো,
পড়ে আছে মস্ত কামান বিস্ময়ের শেষ দলে
আমি পরমাণু বোমা বিশ্বকে পাঠাই রসাতলে।
——–

0.00 avg. rating (0% score) - 0 votes