পূজো আসে ঐ
লক্ষ্মণ ভাণ্ডারী
শরতের সাদামেঘ আকাশেতে ভাসে,
লাফায় গঙ্গাফড়িং উঠোনের ঘাসে।
শিশির ভেজানো ঘাসে সোনা রোদ ঝরে,
শিউলি ফুলের গন্ধে চিত্ত ওঠে ভরে।
নদীধারে কাশ বন ভরা কাশ ফুলে,
নৌকা চালায় মাঝি সাদা পাল তুলে।
নৌকায় পার হয় যাত্রীদের দল,
সাঁওতাল মরদেরা বাজায় মাদল।
দিঘিতে শালুক পদ্ম ফুটে আছে কত,
পানকৌড়ি ডুব দেয় জলে অবিরত।
মরাল মরালী ভাসে নয়ন দিঘিতে,
রাখাল বাজায় বাঁশি গাঁয়ে মেঠো পথে।
আশ্বিনেতে ঢাক বাজে মহা ধূমধাম,
পূজার খুশিতে জেগে ওঠে গোটা গ্রাম।