আমি তো দেখিনি
তোমার চোখের তারায় ভাসিছে নীল পদ্ম,
আমি তো শুনিনি
তোমার হৃদয়ে বাজিছে প্রেমের কোন শব্দ ।
ভালবাসা কি শুধু
জেগে রয় আর কথা কয় তোমার ঐ ঠোঁটে?
ভালবাসাতো জানি
হয় উদ্ভাসিত হৃদয়ের গভীর অতলে ফোঁটে ।
মোর প্রানের মর্মরে
তোমার প্রেমের বর্ষণ সারাক্ষন ঝরে অঝরে,
তোমায় ভাল লাগার
নির্ঝাসে আমার প্রাণের সবটুকুই উঠে ভরে ।
প্রেমেতে বেঁহুশ আমি
আঁখিতে শুধু তোমার ছায়া যেচে রয় নিত্য,
আজিকে রিক্ত নিঃস্ব
আমি দুয়ারে দাঁড়িয়ে তোমার প্রেমের ভৃত্য ।