যারে তুমি খর্ব কর ঘুচাতে সম্মান
তুচ্ছতার উর্দ্ধে তারা করে অমৃত দান,
নিজেদের মর্ম মাঝে হয়ে চির রঙিন
ছেঁড়া পল্লবপুঞ্জে তারা রবে মৃত্যুহীন।
——–
যারে তুমি খর্ব কর ঘুচাতে সম্মান
তুচ্ছতার উর্দ্ধে তারা করে অমৃত দান,
নিজেদের মর্ম মাঝে হয়ে চির রঙিন
ছেঁড়া পল্লবপুঞ্জে তারা রবে মৃত্যুহীন।
——–