পথ ভুলা পথিক

রুদ্দুর উজ্জল ঝি‌রি‌ঝি‌রি বৃ‌ষ্টি,
অপলক চে‌য়ে থাকা নির্বাক দৃ‌ষ্টি,
হে‌টে চলা পথ ভুলা প‌থিক পা‌নে,
বেলা শেষে যাবে সে কোনখানে?
*
এলোমেলো চুলগুলো বৃষ্টি ভেজা,
কায়া তার মায়াময় ক্ষীন তরতাজা,
মন ভুলা চোখ খুলা যদ্দুর যায়…,
জান‌তে, যা‌বে সে কোন ঠিকানায়?
*
দিন যায় সন্ধ্যার আধারে মিলায়,
যায়না দেখা তা‌কে দুর সীমানায়,
তনুমন অচেতন অজানা মায়ায়,
এই ভে‌বে সে ত‌বে হারাল কোথায়?
*
ছায়া তার চেহারার মনের কোনে,
দিন রাত সারাক্ষন প্রশ্ন বুনে,
কে সে, কেন সে এই নির্জনে,
শেষ তার কোন দুর কেই বা জানে?

এমদাদুল হক এমরান

0.00 avg. rating (0% score) - 0 votes