শারদপ্রাতে পূজোর সানাই বাজে

শিউলি টগর বেলি বকুল সকলি

ফুটেছে আমার বাড়ি আঙিনায়,

কচি সবুজ ধানের খেতে প্রভাতে

ভোরের হাওয়া দোলা দিয়ে যায়।

 

দিঘির জলে শালুক পদ্ম ফোটে

ফুলের সৌরভে ভরে ওঠে মন,

ঘাসের পরে নিশির শিশির ঝরে

নদীর দুইধারে কাশফুলের বন।

 

শরতের সাদা মেঘ করে খেলা

দূরে নীল আকাশের আঙিনায়,

গাছের শাখে পাখিরা সব ডাকে,

সোনালি রোদ হাসে বারান্দায়।

 

শরতের সোনা ঝরা রোদ্দুরে

সাদা বক পাখা মেলে উড়ে।

বাঁশের বাঁশি বাজে মধুর সুরে,

বনে কারা মাদল বাজায় দূরে।

 

শারদপ্রাতে পূজোর সানাই বাজে

ঢাকের শব্দে জেগে ওঠে পাড়া।

পূজোর সময় এসে গেল কাছে

প্রাণে প্রাণে জাগে নতুন সাড়া।

0.00 avg. rating (0% score) - 0 votes