পূজোর সানাই বাজে
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)
গাঁয়ের পথে সারি সারি
চলে কত গরুর গাড়ি।
রাঙা মাটির পথ দিয়ে,
বধূরা যায় জল নিয়ে।
তাল খেজুরের বন আছে,
পাখিরা গায় গাছে গাছে।
নয়ন দিঘির কালো জল,
রোজই ফোটে নীলকমল।
গাঁয়ের মাঝি নৌকা চালায়,
দূরে কারা মাদল বাজায়
শাল পিয়াল ও মহুলবনে,
উঠেছে রবি পূব গগনে।
বক বসে নদীর কূলে,
দু’ধার ভরা কাশ ফুলে।
খেয়া ঘাটে উঠে গান,
শুনে জুড়ায় মন প্রাণ।
পূজোর সানাই দূরে বাজে,
পুলক জাগে হৃদয় মাঝে।
পূজোর সময় এলো কাছে,
খুশিতে তাই হৃদয় নাচে।