শুধু এই বুকেই ঘুমাবে
———————-
ঘুমের ঘোরে
দেখতে তোমায় অনেক ভালোলাগে,
বুকের মাঝে
রাখবো তোমাকে গভীর অনুরাগে ।
তোমার স্বপ্নে
ভাসবো আমি কি আর তবে ভয়?
চেয়ে থাকবো
সারারাত নিস্পলক তোমার মুখময় ।
যতো ক্ষণ না
ভাঙবে ঘুম এ বুকের মাঝেই রবে,
চুলের মাঝে
দেবো হাত বিলায়ে পরম অনুভবে ।
তোমার প্রিয়
গানটি গেয়ে তোমায় পারাবো ঘুম,
ভেবে রাখবো
কত কথা যখন হবে রাত নিঝুম ।
ভোরে যখন
ঊষার আলো পড়বে তোমার মুখে,
এখুনি বুঝি
জাগবে তুমি ভাববো মধুর সুখে ।
এভাবে তুমি
এ বুকে ঘুমাবে নিশ্চিন্তে চিরদিন,
স্বপ্ন পুরীতে
তোমার এ জীবনটি হোক রঙিন ।
১০-৯-২০১৮