তুমিই মোর জান্নাত

তুমিই মোর জান্নাত
——————
ও মোর বন্ধু
ও মোর ভালোবাসা
তুমিই মোর
এবুকের ছোট্ট আশা ।

তোমায় দেখলে
জান্নাতযে খুঁজে পাই,
আড়াল হলে
যেন সবকিছু হারাই ।

যেখানেই থাক
থেকো অনেক ভালো,
সুখে থেকো
হৃদয়টি করে আলো ।

ব্যথায় যদি
হৃদয়টি উঠে ভরে,
ডাকিও মোরে
যদি গো মনে পড়ে ।

শুনবো কথা
বলবে কানে কানে,
ছড়িয়ে দেবো
আমার প্রাণে প্রাণে ।

হৃদয় জুড়ে
যাচে তোমার কথা,
সর্বদা বুকে
জান্নাতের উম্মত্ততা ।
——–
শফিক তপন
৮-৯-২০১৬

0.00 avg. rating (0% score) - 0 votes