সমর্পণ

দীর্ঘ তেইশটা বছর! সে যে সুদূর অতীত
কেউ কি আর চায় তা জানতে?
রাণীর সাজে আজ আমারে বসায়ে
রেখেছ রমণী করে তারই চরণপ্রান্তে।

সেদিনের সেই মায়াভরা জ্যোৎস্নায়
স্বপ্নে দেখেছিলাম তোমার অবয়ব,
আজি জাগ্রত তুমি এ দুয়ার – মাঝারে
একাকী আমাকে তুমি বেসেছ যে ভালো।

রাজার মত রতন আসনে বসিয়া
বাঁধা থাকো মোর নিবিড় প্রণয়শাসনে,
ঢাকিব দু’হাতে এ নগ্ন মনোবেদনা
লাজে মরি! বসালে এ কোন আসনে?

তব সোনার মুকুটে পড়েছে সাঁঝের আলো
প্রভাত আলোকে পুলকিত যে মন,
দিকে দিগন্তে কত মান অভিমান
মুক্তমালা গলায় জড়িয়ে শুধুই বাসিবে ভালো।

দু’টি অভিন্ন হৃদয় ভিন্ন আসনে বসায়ে
তরুণ প্রাণযুগলের হেথা নবীন মিলন,
মগ্ন হয়ে মত্ত থাকা এ বিশ্ব আধারে
ছোঁয়াও শান্তি, প্রাণে জাগুক শিহরণ।

প্রিয়র পুণ্যে আজি হলাম রাতের রাণী
কৃপণতার কিবা প্রয়োজন? ছুটুক আশার বাণী,
হৃদয় দিয়ে আজ হৃদয় নেবার পালা
পূজব ওগো তোমায় আমি সাজায়ে বরণডালা।
———–

0.00 avg. rating (0% score) - 0 votes