গাঁয়ের মাটি স্বর্গ আমার
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)
গাঁয়ের মাটি স্বর্গ আমার
গাঁয়ের মানুষ আপনজন,
আমের শাখে কোকিল ডাকে
ভরে ওঠে আমার মন।
গাঁয়ের রাঙা মাটির পথে
ভোরে রোজ মোরগ ডাকে,
দোয়েল, ফিঙে বেড়ায় উড়ে
দূরে অজয় নদীর বাঁকে।
গাঁয়ের মাঝি নৌকা চালায়
ভাটিয়ালি গান গেয়ে,
গাঁয়ের বাউল পথে গান গায়
একতারা হাতে নিয়ে।
গাঁয়ের চাষীরা চষে জমি
মাঠে যায় অতি ভোরে,
গাঁয়ের রাখাল বাজায় বাশি
গ্রাম সড়কের মোড়ে।
গাঁয়ের মাটিতে জন্ম আমার
গাঁ যে আমার মায়ের সমান,
পিতামাতার পদধূলি আজও
গাঁয়ের মাটিতে হয়নি ম্লান।
গাঁয়ের মাটি স্বর্গ আমার
মাটিতে আছে মমতা, মায়া,
মাটিতে ফলে সোনার ফসল
আছে সবুজ গাছের ছায়া।