ভালোবাসার আপনপর ।

কাছে ছিলে যবে
ভালো রেখে ভাল ছিলে,
দূরে চলে গেলে
জানি না মনে রবে কিনা রবে।

ভালোলাগা ভালোবাসা
এ ব্যাধি যে সবার,
ভালো না বাসিলে কভু
কিছুই থাকে না পাবার।
——–

0.00 avg. rating (0% score) - 0 votes