ঘৃণাভরে পরজনে দ্বাররুদ্ধ করে
কারে তুমি কর দূর নিজ অহংকারে,
জ্বলিবে পরিতাপে শুধু ঈর্ষার চিত্তকোণে
তোমার আনন্দ রবে তাদের মাঝখানে?
——–
ঘৃণাভরে পরজনে দ্বাররুদ্ধ করে
কারে তুমি কর দূর নিজ অহংকারে,
জ্বলিবে পরিতাপে শুধু ঈর্ষার চিত্তকোণে
তোমার আনন্দ রবে তাদের মাঝখানে?
——–