আত্মহত্যা


file


মা, আত্মহত্যা করে
আমায় একা ফেলে 
মা হীন নরকে কেন রেখে গেলে 
আমাকেও তো পারতে নিতে তোমার সাথে 
মা তুমি কেন চলে গেলে 
মাগো তোমার নিষ্পাপ জীবনে 
আত্মহত্যা কেন এলো 
কোন নির্দয়তায়
তুমি ধ্বংস হলে। 
মাগো তুমি তো বলেছিলে
যদি আমি মারা যাই
তবে তুমি কী কাঁদবে আমার তরে 
না বলেছিলাম 
মাগো আমি তো তোমার 
অবুঝ শিশু মুমু ছিলাম। 
আমায় তুমি ঘুম পাড়িয়ে
ঘুমের দেশে 
তুমি কেন চলে গেলে 
না কী আমার ঘুম 
দেখে তোমার লোভ হয়েছিল 
মাগো তোমার মতো 
আর কোনো মাকে 
নিষ্ঠুরতায় মরতে দিব না 
মাগো তুমি কেমন আছো 
ঘুমের দেশে 
আমার ঘুম তো শেষ 
আর কত ঘুমাবে। তোমার চোখের পাতার
মৃদু কম্পন দেখব বলে
এখনো জেগে আছি
মাগো তুমি ফিরে এসো তাড়াতাড়ি। 

0.00 avg. rating (0% score) - 0 votes