জন্মাষ্টমী ব্রতকথা

জন্মাষ্টমী  ব্রতকথা

লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)

 

কৃষ্ণ জন্মাষ্টমী তিথি মহা ধূমধাম,

মন্দিরেতে অবিরত চলে কৃষ্ণনাম।

এয়োগণ উপবাসী থাকে সারাদিন,

কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণনামে লীন।

 

কারাগারে জন্ম নিল দেবকী নন্দন,

বসুদেব রাখি এল নন্দের ভবন।

যমুনায় পার হয় বনের শৃগাল,

পিছে চলে বসুদেব, মস্তকে গোপাল।

 

অশনিভরা বিদ্যুত ঝলসে চৌদিকে,

মেঘের গর্জন শোনা যায় থেকে থেকে।

অঝোরে বরিষা ঝরে রাত্রি অন্ধকার,

বাসুকি সহস্র ফণা করয়ে বিস্তার।

 

জন্মাষ্টমী ব্রতকথা হল সমাপন।

লহ নাম কৃষ্ণ নাম, কহ সর্বজন ।

0.00 avg. rating (0% score) - 0 votes