তোমারে ভুলিতে ভুলিতে ভুলে যাব পিছুটান
তবুও শোনাবো হৃদয়ের সব গান
সুর যদি নাই আসে, ছন্দ নাই কাশে
আসবো কেশেবেশে তোমার দেহ পাশে
তালহীন মাতাল আমি শোনাবো ভাওয়ালী
তোমার দেহের দোলন দেখে গাইবো কাওয়ালী।
সখি কেন গো তোমার লাগিয়া মন দোলে
সব ঘৃণা অভিমান চাতুরতা ভুলে
আমার বক্ষ শয়নে স্বপনে তোমার নামটি খোঁজে
তোমার নয়নে কোলে, দেহ বাহুডোরে, আদরে আদরে ভরে
আমার শূন্য এ হাত দাও গো ভরে প্রেমের সুধা জলে
তুমি হীন এ রাত ফুরাবেনা প্রাণনাথ
আসো না দুজন আলোতে ভরাই এ গভীর কালো রাত।
বেশ চমৎকার লিখেছেন তবে কয় মাত্রায় লিখেছেন ঠাহর করতে পারলুম না ভ্রাতা।
ধন্যবাদ। welcome to http://www.krishisongbad.com