কিরে বেটা! সকাল হতে তোরে পাইনা ডাকি
নাওয়া-খাওয়া সব কিছু ছেড়ে দিলি নাকি?
দুধ এক গ্লাস এখন গরম করে আন তো
না থাকিলে তুই প্রাণটা কি আর থাকতো?
আমায় নিয়ে সদা কেন করিস্ মসকরা?
দিস্ না ফাঁকি আর ঠিক পড়ে যাবি ধরা।
জানিস্ তো কেবল তোরেই করি আশ্রয়
মানিস্ তো তবু তোর সন্দেহ কি হয়?
টাকাটা, পয়সাটা যখন যদি কিছু পাস্
হুটহাট করে যে তখন বাড়ী চলে যাস্।
ঘরে কি আছে তোর দশ ছেলেমেয়ে?
তোর লাগি থাকে দুয়ারে কি দাঁড়ায়ে?
কোথা থাকি, কোথা যায়? গোপন কথা এই তো!
আমি ছাড়া এ জগতে আর কেউ কোথা নেই তো।
ভাবিস্ কেন সব খেলাতেই হার-জিৎ টা থাকে
সর্বহারা হলে তখন কে আর কথা রাখে ?
———-