সে আমার কে হয়

ভোরের জানালা যেই খুলেছি
সূর্য অপেক্ষায়
কখন আলিঙ্গন করবে তোমায়!
আমি তৃতীয় পক্ষ!

ঘর, ঘরের জানালা
জানালার কাঠ পাল্লা গুলো
ধুয়ে মুছে রাখি, তকতকে
ধুলো বালি লাগতে দেই না
কিছুতেই!

বাথ টাবে রাখি
আমার ভালবাসা
ভিজিয়ে রাখি সুগন্ধি পানিতে
কোন অশুভ উদ্বেগ, দুশ্চিন্তাকে
ছুতে দেই না তোমায়
হাতটি তোমার বুকে রাখি
পরম যত্নে!

সোনা রুপার পানিতে
তোমার পা ধুয়ে দেই
প্রতিদিন ঘুমানোর আগে;
রাত জাগা পাখি
তুমি ঘুমাতে চাও না
তবুও!

আমি সারা রাত
চেয়ে থাকি তোমার
ঘুম ঘুম ঘুমন্ত
চোখ দুটোর দিকে
(অপূর্ব চাইনিজ চোখ জোড়া)
নি:শ্বাস গুনে গুনে ক্লান্ত
হই না!

এক সময় তোমার ঘুম ভাঙ্গে
আমি তৃতীয় পক্ষ
খুলে দেই জানালা;
তুমি আলিঙ্গনে
আমি ভীষন ক্লান্ত তখন
নিদ্রালু আমি
হয়ত ঘুমিয়ে পড়ি কোথাও
একা!

সূর্যের বন্দনা আমি করি না!
সে আমার কে হয়!!

ক্যানবেরা
২৩ অগাস্ট ২০১৬

0.00 avg. rating (0% score) - 0 votes