ভোরের হাওয়া পুলক জাগায়
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)
ভোরের হাওয়ায় পুলক জাগায়
মোর চিত্ত ওঠে ভরে,
গাছের ডালে পাখিরা সকালে
কিচির মিচির করে।
কমল কাননে ফুটেছে কমল
ফুটেছে কমল কলি,
মধু আহরণে কমল কাননে
ধেয়ে আসে যত অলি।
বাড়ির আঙিনায় ফড়িং লাফায়
শিশির ঝরানো ঘাসে,
সূর্যের আলোয় ওরা মুখ লুকোয়
মুখ টিপে টিপে হাসে।
দিঘির জলে মরাল চলে
জেলেরা ধরিছে মাছ,
দিঘির পাড়ে দেখি সারে সারে
তাল খেজুরের গাছ।
সকালে বিকালে আসে দলে দলে
জল নিতে যত মেয়ে,
পথের বাউল একতারা হাতে
পথে চলে গান গেয়ে।
দিনের শেষে আলোক লুকায়
পশ্চিমেতে সূর্য ডোবে,
গাঁয়ের মাঝে আঁধার নামে
পাখিদের কলরবে।