প্রেমিকা

প্রেমিকা হয় স্বচ্ছ লেকের মতো
প্রেমিকা হয় বৃষ্টির মতো
প্রেমিকা হয় ক্যানভাসের মতো
প্রেমিকা হয় আল্পনার মতো
প্রেমিকা হয় বেহালার মতো
প্রেমিকা হয় গোধূলির মতো
প্রেমিকা হয় রাধীকার মতো
প্রেমিকা হয় বাউলি বাউলি

প্রেমিকা হয় আকাশের মতো
প্রেমিকা হয় পদ্ম দীঘির মতো
প্রেমিকা হাসে চাঁদের মতো
প্রেমিকার কথা গানের মতো
প্রেমিকা হয় পাগলী পাগলী
প্রেমিকা হয় প্রখর রোদে শীতল শরবতের মতো
প্রেমিকা হয় রূপকথার মতো
প্রেমিকা হয় প্রেমিকার মতো

0.00 avg. rating (0% score) - 0 votes