গাঁয়ের আঁধারে সাঁঝের আকাশে

­­­­­গাঁয়ের আঁধারে সাঁঝের আকাশে

লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)

 

গাঁয়ের আঁধারে সাঁঝের আকাশে

সাঁঝের তারারা ফোটে,

নদীতটে আছে নৌকাখানি বাঁধা

কেহ নাহি নদীর ঘাটে।

 

গ্রাম হতে দূরে পাহাড়ের চূড়ে

জমেছে আঁধার কালো,

আমের বাগানে চাঁদ উঠেছে ঐ

ঝরিছে জোছনার আলো।

 

দূরে বাঁশঝাড়ে, পুকুরের পাড়ে

জোনাকিরা জ্বলে রাতে,

চাঁদনী রাতে জ্বলে শ্মশানচিতা

নদীতীরে শ্মশান ঘাটে।

 

গভীর রাতে ঘুমায় পৃথিবী

রাতের প্রহরীরা হাঁকে,

কাঁটার ঝোপে বাদুড় নাচে

মাঠে শেয়ালেরা ডাকে।

 

চাঁদ ডুবে যায় জ্বলিছে তারারা

রাতি ভোর হয়ে আসে,

গাছে গাছে ডাকে প্রভাত পাখিরা

ঝরে শিশির সবুজ ঘাসে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

0.00 avg. rating (0% score) - 0 votes