শুধু তুমি আর আমি /// শফিক তপন
—————————
তুমি আর আমি
সংগোপনে আজ শুধু হাতে হাতে দুই জনে,
একান্ত অনুভবে
হারাইব নিঃসঙ্কোচে বিমূর্ত এই নীরব ক্ষণে ।
নাহি কোন দ্বিধা
যাইব অনেক কাছাকাছি দুই জন দুইজনার,
রচিব বাসর মোরা
নাহি কোন ভাবনা মনে সাধ জাগে যতবার।
মানিনা যে বাঁধা
ধৈর্যের বাঁধ ভাঙিবে আঁধার নামিলে ধরণীতে,
মন যাহা চাহিবে
তাহাই করিব তোমাকে প্রেম বিলাইয়া দিতে ।
অতি সংগোপনে
প্রমোদ বিহারে লিপ্ত চাঁদের জোছনায় মিশিয়া,
যত ভালোবাসা
আছে নিংড়াইয়া লইব আমি তোমাকে পিষিয়া ।
দেহে মনে প্রাণে
যত সুখ আছে শতবার লইব এহৃদয় ভরিয়া,
তোমাকে যে রাখিব
যতক্ষণ না মিটিবে সাধ বুকের উপর ধরিয়া ।
তব প্রেম মেলায়
আমার কাঙ্খিত মনোমুগ্ধ মধুর খেলার শেষে,
নির্মল সুখে বুকে
জড়াইয়া রহিব পড়িয়া তোমারই এলো কেশে ।
————-
১৯/৮/২০১৬ ইং