নূরুল মামুন
—————————–
ওপার থেকে বাংলাদেশে
এলো এক হাতি,
অনাহূত হাতি নিয়ে
ব্যস্ত বাঙ্গাল জাতি।
.
হাতি তো নয় তিনি নাকি
‘বঙ্গ বাহাদুর’!
উঠতি ফসল ধ্বংস করে
দিয়ে লম্বা শুঁড়।
.
যায় না তাকে কিছু বলা
তিনি মেহমান,
ছেলে বুড়ো তাকে পেয়ে
আহলাদে আটখান।
.
বাহাদুরের খবর চলে
দেশের মিডিয়ায়,
বান ভাসিদের কষ্ট দেখার
সময় নাহি পায়।
.
অবশেষে বাহাদুরের
হলো পরাজয়,
বাহাদুরের নাতিরা তাই
মুখ বুজে না রয়।
.
প্রতিবাদে মুখর হলো
বিচার তারা চায়,
রঙ্গ দেশের বঙ্গ জাতি
বোধ ফিরে না পায়।।
———————————————————
রচনাকালঃ ১৭/৮/১৬ বালাঘাটা সময় রাত ১১টা