প্রতীক্ষা!

প্রতীক্ষা!
সারা রাত বাঁশির সুর শোনার প্রতীক্ষা!
ওই বাঁশিতে প্রতিদিন একই সুর বাজে, তবুও নতুন লাগে!
ওই সুরে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে, গোধূলি কন্যা হারায় গভীরে… আরো গভীরে…!
ওই বাঁশিওয়ালা শুধু বাঁশিওয়ালা ই না, জাদুকরও বটে!কি জানি কোন ইন্দ্রের জাল বিছায় রেখেছে!

প্রতীক্ষা!
বাঁশিওয়ালা আসবেই…
শেষ বিকেলের মেয়ে কদম গুচ্ছ হাতে নিয়ে উদাস দৃষ্টি রক্তিম আকাশের দিকে! মাথা ঠেকিয়ে দিয়ে দেয়ালে!

প্রতীক্ষা!
মিষ্টি কণ্ঠস্বর শোনার, একটু আদর করে কারো দেয়া প্রিয় কিছু নামে ডাক শোনার! একটু আহলাদে গোলে পরার…!
প্রতীক্ষার পালা কি শেষ হবে বাউল? আমার প্রতীক্ষার সকাল কবে হবে? আমার জীবনে কি আর সোহাগপূর্ণ ভোর আসবেনা?

বাঁশিওয়ালা, তুমি কি আর আসবেনা??

0.00 avg. rating (0% score) - 0 votes