ছেঁড়া তার

কোল শূণ্য নদী কি কখনও ভরে
শারদ মেঘের ভুবন ভরা ক্ষণিক বরষে,
আপন ভাগ্য যখন হয় যে কৃপন
নিষ্ঠুর প্রাণ গাহে অকারণ শুধু হরষে।
——–

0.00 avg. rating (0% score) - 0 votes