স্বাধীন ভারতবর্ষ
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)
কত না সংগ্রাম করে
পেয়েছি মোদের স্বাধীনতা
ভারত মাতাকে মোরা করেছি স্বাধীন।
এদেশের স্বাধীনতা
নিয়েছিল কেড়ে যারা,
তাদেরই পদানত ভারত ছিল একদিন।
হিমালয়ের চূড়ে,
কন্যা-কুমারিকার তীরে,
উড়িছে ভারতের ত্রিবর্ণ বিজয়ের পতাকা,
উড়ে আকাশে বাতাসে,
এই মহা মানবের সাগরতীরে,
জাতীয় পতাকার মাঝে অশোক চক্র আঁকা।
স্বাধীনতার তরে,
রক্ত দিয়েছেন যারা,
দিয়েছেন কত শহীদ তাঁদের প্রাণ বলিদান।
রক্তের বিনিময়ে,
স্বাধীনতা পেলাম মোরা,
সহস্র-কোটি কণ্ঠে গাহে আজি ভারতের জয়গান।
একদা দেশের মাটিতে
বিদেশী শাসকরা এসে,
মোদের হাতে তুলে দেয় পরাধীনতার শৃঙ্খল,
দেশ জাতি বিপন্ন
কৃষকের নাই অন্ন,
স্বাধীনতার তরে আজ সংগ্রাম করে অবিরল।
কত সংগ্রামের পরে
এদেশ হলো স্বাধীন,
বয়ে গেছে কত রক্ত গঙ্গা এদেশের মাটিতে,
রক্ত দিয়ে লেখা
এদেশের স্বাধীনতা
সংগ্রামের ইতিহাস কাঁদে ঐ রক্তপূজার বেদীতে।
ভারতের স্বাধীনতা
রক্ত দিয়ে আনলো যাঁরা,
তাঁদের স্মরণ করি আজি 70তম স্বাধীনতা দিবসে।
সারা ভারত জুড়ে,
হিমালয়ের শিরে, ভূধরে-সাগরে,
অশোক লাঞ্ছিত ত্রিবর্ণ পতাকা ঐ ভাসিছে আকাশে।