কবি গানের আসর
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)
কবি গানের আসর বসেছে
গাঁয়ের আটচালা ঘরে,
গাঁয়ের লোকেরা সেথায় এসে
দলে দলে ভিড় করে।
ঢোলের তালে কবির গান
শুনতে লাগে ভালো,
কবির আসরে চারকোণে জ্বলে
হ্যাজাক বাতির আলো।
মধুর সুরে কবির গান
শুনতে ভালো লাগে,
ঢোল বাজে, কাঁসির শব্দে
চিত্তে পুলক জাগে।
গানের তালে ঢোলক বাজে
বাজে ঝাঁঝর কাঁসি,
মিঠে গলায় গানের সুরে
বাজে বাঁশের বাঁশি।
কবির গান শুনতে শুনতে
রাত ভোর হয়ে যায়,
হাওয়া বয়, পাখিরা ডাকে
খেজুর গাছের শাখায়।