ভঙ্গুর

স্মৃতির বাঁধন শক্ত হয় না
সে তো বড়ই আলগা থাকে,
পুরানো চিহ্নকে ফিকে করে দিয়ে
নতুন চিহ্ন এসে তারে ঢাকে।
——-

0.00 avg. rating (0% score) - 0 votes