ভোর হয় সুর্যি ওঠে
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)
ভোরের বেলা কোকিল ডাকে
আমকাঁঠালের শাখে শাখে,
তালখেজুরের গাছের পাতায়
রাতের শিশির ঝরতে থাকে।
বনে বনে ফুল ফুটেছে ঐ
গাহে পাখি মধুর সুরে গান,
ঘাটেরমাঝি বৈঠা বেয়ে চলে
মারে জোরে হৈয়া-হৈয়া টান।
ফুলের বনে ফুল ফুটেছে ঐ
শোনা যায় মৌমাছিদের গুঞ্জন,
চাঁপার বনে ফুলের সুবাসে
নিত্য সৌরভ ছড়ায় সমীরণ।
ভোরের আলো উঠেছে ফুটে
ফুলের কাননে কাননে,
অলিদল তাহে ছুটে আসে দ্রুত
ফুলে ফুলে মধু আহরণে।
ভোরের বেলা উঁকি যে দেয়
সোনার বরণ ঐ অরুন রবি,
সোনার আলোয় ভুবন জুড়ে
দেখি যে সুন্দর সোনার ছবি।