জীবন চলায় যুদ্ধ ,
তাহা কি সত্য নয় ?
যুদ্ধ না করতে পারলে ,
জীবন কারে কয় ?
যাহার প্রান আছে ,
তাহারে যুদ্ধ শয় ।
যুদ্ধ বিহিন জীবন মানে ,
জীবন কি মূলহীন নয় !
জীবন চলায় যুদ্ধ ,
তাহা কি সত্য নয় ?
যুদ্ধ না করতে পারলে ,
জীবন কারে কয় ?
যাহার প্রান আছে ,
তাহারে যুদ্ধ শয় ।
যুদ্ধ বিহিন জীবন মানে ,
জীবন কি মূলহীন নয় !