মাঝরাতে ঘুম ভেঙে গেলে দেখি
শিয়রে ঝুঁকে আছে শিপ্রার মুখ,
কপালে তাহার শীতল শাদা হাত
মমতায় মুছে নেয় বিষম অসুখ।
তাহার পাঁচ আঙুলের উম উষ্ণতায়
নিমিষে উড়ে যায় দুঃস্বপ্নের ঘাম,
মরিবার সময় হলে সবার আগে
নিবো আমি জেনো শিপ্রার নাম।
মাঝরাতে ঘুম ভেঙে গেলে দেখি
শিয়রে ঝুঁকে আছে শিপ্রার মুখ,
কপালে তাহার শীতল শাদা হাত
মমতায় মুছে নেয় বিষম অসুখ।
তাহার পাঁচ আঙুলের উম উষ্ণতায়
নিমিষে উড়ে যায় দুঃস্বপ্নের ঘাম,
মরিবার সময় হলে সবার আগে
নিবো আমি জেনো শিপ্রার নাম।