মাগো তোমায় মনে পড়ে

মাগো তোমায় মনে পড়ে
==================
মাগো তোমায় মনে পড়ে,
বুকটা উঠে ব্যথায় ভরে ।
মাগো তোমায় মনে পড়ে,
প্রাণটা আমার কেঁদে মরে ।

মাগো তোমায় মনে পড়ে,
দু নয়ন বেয়ে অশ্রু ঝরে ।
মাগো তোমায় মনে পড়ে,
মনটা সাধি তোমার তরে ।

মাগো তোমায় মনে পড়ে,
তোমায় ছাড়া যাইযে মরে ।
মাগো তোমায় মনে পড়ে,
থাকি আমি কেমন করে ?

মাগো তোমায় মনে পড়ে,
দেখতে খুবই ইচ্ছে করে ।
মাগো তোমায় মনে পড়ে,
জীবন মরণ তোমার তরে ।
শফিক তপন
৩/৮/২০১৬

0.00 avg. rating (0% score) - 0 votes