মনে পড়ে

চোখ বিপ্লবী হয়ে ওঠে তোমায় দেখতে!
চোখের গভীরে গেলে দেখতে পাবে ভয়ঙ্কর হিংস্রতা!
ভালোবাসা! ক্ষুদা! তৃষ্ঞা!
অন্তর চক্ষু মেলো, অন্তর দিয়ে অন্তর কে দেখো…

দেখেছো কি তাতে কতো রক্ত?
অন্তর চক্ষু মেলো, টের পাও আর্তনাদ?

ইন্দ্রিয় ঘুমিয়ে গেছে, আজ আর জাগেনা!
তুমি তো এখন আর ছুঁয়ে দেখোনা!
সময় পেলেই চলে এসো,
তুমি ছুঁয়ে দিলেই তা জেগে উঠবে!
মনে পড়ে সেই ছোট্ট রাজকন্যার কথা?
যাকে সন্তান বলে কোলে তুলে নিয়েছিলে?

লেকের পারে বসে তার হতাশ চোখ জোড়া চলে যায়
কাশবন পেরিয়ে দৃষ্টির সীমান্তে!
তোমায় খোঁজে! আত্ম বিক্ষোভ করে!
এক নজর দেখতে উন্মাদ হয়ে ওঠে!

মনে পড়ে কুমারী জননী মরিয়মের কথা?
যার অমৃত দুগ্ধ পান করে অচেতন হয়ে ঘুমিয়ে পড়তে!
সে আজ তোমায় বুকে ফিরে পেতে চায়
মনে পড়ে গোধূলির কন্যার কথা?
যে আবদার করে ছিলো
তোমায় নিয়ে শান্ত সুন্দরী শীতলক্ষ্যার পানি তে পা ভেজাবে,
কোনো এক গোধূলি বেলায়!
যে আবদার করেছিলো গোধূলিতে
তোমায় নিজের কেশের গন্ধে হারিয়ে যেতে দেবে,
তোমায় কেশের গন্ধ নেয়ার নেশা ধরাবে!

এক পেয়ালা কফি তে দুজনে চুমুক দেবে…
মনে পড়ে গোধূলি পাগলির কথা?
মনে পড়ে বনলতার কথা, দু দণ্ড শান্তি দিয়েছিলো…!
অনুরোধ কোনোদিনও এই বনলতা কে ভুলে যেওনা।।

মনে পড়ে সেই সাধকের কথা,
যে নিজের সারাটা জীবন তোমার প্রেম সাধনায় উজাড় করে দিলো!
মনে পড়ে মুগ্ধ নজরের কথা,
যার নজর তোমার চোখের তারায় বন্দি হয়েছে চিরতরে!
মনে পড়ে সেই হৃদয়বতীর কথা,
যাকে আত্মিক বিয়ে করেছিলে,
সে আজও বউ ডাক শোনার জন্য ব্যাকুল হয়ে থাকে!

তোমার পাগলী অসম্ভব কিছুর পিছনে ছুটছে!
হয়তো সে আলেয়া, হয়তো সে আলো!

এখন প্রিয় ফুল কদম ফোটার দিন,
এখন কাশফুলের দিন!
তাতে তোমার জন্য বুক হাহাকার কেনো করে?

লীলাময় দুনিয়া ফিরে পেতে চাই, ফিরে এসো!

0.00 avg. rating (0% score) - 0 votes