অর্হনিশি

সকালে সূর্য উঠে ,
পাখির কিচির মিচির ।
মোরগের ডাকে ,
মানুষেরা জাগে ।
শুরু হয় কোলাহল ।
কৃষক যায় মাঠে ঘাটে ।
জেলে যায় নদীতে ।
রাখাল ছেলেটি যায় ,
গরু নিয়ে মাঠেতে ।
এভাবে শুরু হয় ,
দিনের বেলা হলে ।
গল্প গানে কেটে যায় ,
দিনটা চলে ।
সকলে ঘরে পেরে ,
সন্ধ্যানেমে এলে ।
নিশিরাতে শিয়াল ডাকে ,
খাদ্যা সন্ধান না ফেলে ।
এভাবে চলে যায় ,
দিন রাত চলে ।

0.00 avg. rating (0% score) - 0 votes