তোমাকে সারাক্ষণ যতো হাজার বার ভালোবাসি বলি ততোবার চোখের পলকও ফেলিনা,
তোমাকে সারাক্ষণ যতো অজস্রবার হাত ধরতে বলি ততোবার বুকের কম্পনও গুনি না…
তোমাকে সারাদিন যতো সহস্রবার দেখতে চাই ততোবার নিশ্বাসও ফেলিনা
তোমাকে সারাদিন যতো অসংখ্য বার পাশে পেতে চাই ততোবার বাঁচতেও চাইনা…
তুমি খুব বেশি দূরে নও এ আমার মন জানে
শুধু চোখ জানেনা,
তুমি খুব বেশি দূরে নও এ আমার স্পর্শ জানে
শুধু হাত জানেনা,
তোমাকে খুঁজতে খুঁজতে পার করেছি বহু পথ
ঝরা পাতা মাড়িয়েছি অনেক
শুধু নিঃশ্বাসেরা জানে তুমি কতোটা কাছে
পথ জানেনা,ঝরা পাতাও না…
Ekti comment o pelam na..?