চলে যা মন খারাপ

heart-is-yours

খুব ইচ্ছে করে বিষন্নতা থেকে বেড়িয়ে পড়ি,
বন্ধন ছেড়ার তুমুল কষ্টের দরজা পেরিয়ে
ঢুকে পড়ি বৃত্তবন্দী..

দু:খদাগ মুছে কিছু কিছু স্মৃতি, না পাওয়া
চাপা পড়ে থাক গাঢ় অতীতে।
অচেনা থাকুক কিছু মুখ, চেনাসুখ।

আজ বিষাদ ছুঁয়েছে মন,
স্মৃতিনষ্টের তুমুল অস্থিরতায় থেমে থাকা অর্থহীন জীবন।
সুতো ছেড়া ঘুড়ি হয়ে উড়ছি,
পতনের ঘোরে ঘুরছি,
ভিতরে ভিতরে দৃশ্যহীন দগ্ধের অনুভূতিতে পুড়ছি ।
তোমাদের থেকে বিচ্ছিন্ন হবার অক্ষমতার ভীষণ যন্ত্রণায়,
অনিয়ন্ত্রিত মলিন অনুভুতিতে একাকী ক্লান্ত ।

ভুল অস্তিত্বে বিশুদ্ধ ভালোবাসার বিড়ম্বনায়,
নিজস্ব নারীর নষ্ট হবার অবসরে,
হৃদয়ে হৃদয় খুজছে সাবলেট।
লক্ষ্যহীন জীবনের বিষণ্নতায় আটকে গেছে জীবন।
সন্দেহ, অবিশ্বাস, অবিশ্বস্ততার একাকীত্বের প্রদাহ যাতনায়,
চারিদিকে আত্মহননের ডাক।

একাকীত্বের অরন্যের জানালা খুলে বলি চলে যা মন খারাপ।

0.00 avg. rating (0% score) - 0 votes