কেউ কিন্তু কথা রাখে নি।
সে বলেছিল আসবে – আসে নি,
বাস বলেছিল এখুনি ছাড়বে – ছাড়ে নি,
বাজার বলেছিল দাম কমবে – কমে নি,
বৃষ্টি বলেছিল তক্ষুণি নামবে – নামে নি —
আমরা এখনও তাদেরই অপেক্ষায় ।
তার পায়ে আঘাত লেগেছে – খোঁড়াচ্ছে,
বাসের ডিজেল ট্যাংকারে ফুটো – মেরামত হয় নি,
বাজারে যোগানের আকাল – তাই দাম কমে নি,
বৃষ্টিকে মেঘ চুরি করেছে – তাই নামতে পারে নি,
অপেক্ষান্তে নিরুপায় অপেক্ষায় সার।
সে কিন্তু বলেছে আঘাত সেরে গেলেই আসবে,
ডিজেল ট্যাংকারের ফুটো বন্ধ হলেই সে নড়বে,
যোগানের প্রতুলতায় দরদাম সাড়া দেবে,
বৃষ্টি বলেছে মেঘকে সরিয়ে সে দেখা দেবে,
আমরা আশায় আশাবাদী।
হে! নিন্দুকের দল – নিন্দা করো না
সন্মুখপানে তাকাও – যার জন্য অপেক্ষা
সে কোন একদিন আসবেই আসবে।
ধীর দৃপ্ত পদক্ষেপে জয় অবশ্যম্ভাবী।
———