পুকুর পাড়ে বেড়ার ধারে

পুকুর পাড়ে বেড়ার ধারে
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)

পুকুর পাড়ে বেড়ার ধারে
চাঁপা কলার বনে,
রাখাল বসে বাজায় বাঁশি
পুলক জাগে মনে।

গান গেয়ে ঘাটের মাঝি
নৌকা ভাসায় জলে।
পাল তুলে নৌকাখানি
উজান বেয়ে চলে।

ওপারেতে দুরের গ্রামে
বৃষ্টি এলো নেমে,
এপারেতে দেখি চেয়ে
বৃষ্টি গেছে থেমে।

মেঘের ফাঁকে রোদ হাসে
কালো মেঘের গায়,
দূরে কারা বনের ধারে
জোরে মাদল বাজায়।

আকাশপারে মেঘের গর্জন
বিজুলি চমকে মেঘে,
মুষল ধারায় বৃষ্টি ঝরিছে
বায়ু বয় দ্রুতবেগে।

কদম্ব কেতকী, মালতী যুঁথী
ফুল ফুটে বাগিচায়,
অঝোর ধারায় ঝরে অবিরল
জল জমে আঙিনায়।

নয়নদিঘির স্নানের ঘাটে
মরাল জলে ভাসে,
মাঠের কাছে সবুজ ডাঙায়
ফড়িং লাফায় ঘাসে।

গাঁয়ে নামে সাঁঝের আঁধার
দীপ জ্বলে শাঁখ বাজে,
পেঁচারা ডাকে বাঁশ বাগানে
নির্জন গাঁয়ের মাঝে।

0.00 avg. rating (0% score) - 0 votes