সাহিত্য ও মানবতা

সাহিত্য ও মানবতা
–সুহেল ইবনে ইসহাক

প্রভাবিত চেতনাই যদি সাহিত্যের প্রেরণা হয়ে থাকে,
মনের অশ্রু আমার চেতনা, অপিচ কবিতা সেই চেতনার মূল অংশ I
কবিতা আমাদের আশা, কবিতার পথ ধরেই
এই হিংসা, লোভের বিরুদ্ধে প্রতিবাদ I
কবিতার উপত্যকায় মানবতার স্বাধীনতা উপনিহিত I
জানি, সাহিত্য মানুষের জন্য, মানবতার জন্য
সর্বকালের, সর্বমানুষের আর সর্বদেশের I
প্রাণীর জন্য কোথাও-কোনো সাহিত্য রচিত হয়নি আজ অবধি,
মানিবজাতির সংসারে মানবতার রসাস্বাদন কল্পে-
একজন কবি, লেখক বা সাহিত্যিক শুধুই মানুষের তরে I
সাম্প্রদায়িক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা অনাড়ম্বর,
কিন্তু মানবতাবাদী হওয়াটা দুরূহ কর্ম I

রচনাকাল :জুলাই ২৮, ২০১৬, টরন্টো, কানাডা I

0.00 avg. rating (0% score) - 0 votes