বিবর্তন

আজ ক্ষুধা পেলেও খাদ্য কেনে না
প্রেমিক ,
প্রিয়ার জন্য ফুল কিনবে বলে।
এক পেট ক্ষুধা নিয়ে ঘোরে
ফালতু কার্ড বা টেডি বিয়ার কোলে ।
 
বছরের বিশেষ দিন গুলোতেও রাস্তায়
ক্ষুধা নাকি বিলুপ্ত প্রায়
সেথা জন্মেছে ভালোবাসার স্বর্গ উদ্যান ।
ডাস্টবিনে পুতে রেখে মান সম্মান ।

ঘুমের রাজ্যে হানা দেয় ফোনের ডিসপ্লে
কেড়ে নেয় ঘুম ।
গন্ধের রাজ্যে পৃথিবী গদ্য ময়
পূর্ণিমার চাঁদ সেথা প্রেমিকার পারফিউম ।

0.00 avg. rating (0% score) - 0 votes