স্মৃতির চাদর

স্মৃতির চাদর
—সুহেল ইবনে ইসহাক

যদিও আমার চোখে ঢের নদী ,
তথাপি আমার প্রানের দেশে ভোর হলে
চোখ মেলে যার সুমধুর জলের কলকল ধ্বনি
হৃদয় অলিন্দে সজীবতার সৃষ্টি করে, সে হলে তুমি I
তোমার চলার পথের বাঁকে বাঁকে
বহমান প্রতিটি জলকণার সাথে মিতালী, স্মৃতি
আমাকে আপাদমস্তক নষ্টালজিয়ায় আচ্ছন্ন করে রাখে I
স্মৃতির জানালা দিয়ে সময়ের কাছে সুপারিশ,
স্মৃতি দেয় সহিষ্ণু আলোয়
দু-একটি হেমন্তের রাত্রির প্রথম প্রহর,
বর্ষা ভেজা সন্ধ্যায় বৈরাগী বাজারের উষ্ণ আড্ডা I
জাহিদ ভাই, দেলওয়ার, হাসিব, সরওয়ার, মিসবা,
সরফরাজ , তাজ ভাই কিংবা প্রিয় কবি আজিজ ভাই সহ
বন্ধুদের স্মৃতি স্মরণে –
তোমাকেই শুধু মনে পড়ে, হে প্রিয় বন্ধু কুশিয়ারা I
দূর্বল মন তবু দৃঢ় মনোবল,
দুর্বলতর কায়া যেন আজ পুরনো অচল দীঘির জল,
তবু আস্থা অবিচল হে বন্ধু !
দেখা হবে, আলিঙ্গন হবে,
অনেক জমানো কথা বলব তখন তোমার সনে I
দু প্রান্তর, ঘাট ঝলমল করা বিকেলের রোদ,
কী অপরূপ আহা তোমার তীরে সূর্যাস্তের প্রহর গোনা !
তোমার স্মৃতির চাদর গায়ে জড়িয়ে কনকনে ঠান্ডা টরন্টো শহরে
ভালবাসার উষ্ণতাকে আলিঙ্গন করি I

রচনাকাল ও স্থান : ডিসেম্বর ২৯, ২০১৫
টরন্টো, কানাডা

0.00 avg. rating (0% score) - 0 votes