গাঁয়ের মাটি আমার মা

এই মাটি আমার মা লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)

এই গাঁ যে আমার মা,

এই মাটি আমার মা।

গাঁয়ের ছায়া মাটির মায়া, আমি ভুলতে পারি না।

মাটি মায়ের এমন স্নেহ, কোথাও পেলাম না।

গাছে ফলে ফুল আর ফল,

মাটিতে ফলে সোনার ফসল,

গাঁয়ের যত কিষান দল সবাই মাটি কে বলি মা।

মাটি মায়ের এমন স্নেহ, কোথাও পেলান না।

এই গাঁ যে আমার মা,

এই মাটি আমার মা।

আমার গাঁয়ের সবুজ ছায়া আমি ভুলতে পারি না।

আমার গাঁয়ের সবুজ ছায়া আমি ভুলতে পারি না।

জোড়াদিঘির স্নানের ঘাটে

মরাল জলেসাঁতার কাটে

আমরা লাঙল চালাই মাঠে মাটিতে ফলাই সোনা।

আমার গাঁয়ের সবুজ ছায়া আমি ভুলতে পারি না।

এই গাঁ যে আমার মা,

এই মাটি আমার মা।

আমার গাঁয়ের সবুজ ছায়া আমি ভুলতে পারি না।

মাটি মায়ের ভালবাসা আমি কোথাও পেলাম না।

গাঁয়ের মাটি স্বর্গ আমার

প্রেম, প্রীতি ভালবাসার

গাঁয়ের মাটি মা যে আমার সুখ-শান্তির ঠিকানা।

মাটিতে আছে নতুন সবুজ ফসলের সম্ভাবনা।

গাঁয়ের মাটি চির খাঁটি,

শান্তি হেথা বাঁধে ঘাঁটি,

গাঁয়ের মাটি পরিপাটি ভারি সুন্দর আমার গাঁ

গাঁয়ে আছে মাটির মায়া, এই মাটি আমার মা।

গাঁয়ের মাটি দেবী আমার

নোয়াই মাথা চরণে তার,

আমার সাধের জন্মভূমি সে আমার মাটির মা।

গাঁয়ের মাটি মা যে আমার সুখ-শান্তির ঠিকানা।

0.00 avg. rating (0% score) - 0 votes