ভৌগোলিক ভালবাসা

ভৌগোলিক ভালবাসা
— এম.এম. হাওলাদার

শূন্য দূরত্বে সময় স্থির,
প্রতীক্ষার অবসান ঘটিয়ে
সকল অভিমানের সমাপ্তি।

স্থির সময়ের আলিঙ্গনে
ভালবাসা পুঞ্জীভূত হয়—
ক্রমশ ঠোঁটের কোণে।

সীমান্তের কাঁটাতার পেরিয়ে
ভৌগোলিক সীমানায়
প্রণয়ের অনুপ্রবেশ।

নিষ্পেষিত শরীরে
কামনার মিছিল—
সময়কে থামিয়ে রাখে।

অনুরাগের মানচিত্রে
মুছে যায় সীমারেখা,
পদ্মা-গঙ্গা বঙ্গোপসাগরে মেশে।

0.00 avg. rating (0% score) - 0 votes