জগৎ সংসারের চিন্তার মাঝে, ধরাছোঁয়ার নিত্য সংসারে
সহসা হাত বাড়িয়ে ডাক দেয়, কোন এক নবীনের হৃদয়ে
উতাল-পাতাল তরঙ্গের দোলায় দোদুল্যমান মনের সুপ্তলয়ে
ভেতরের চিন্তা আর বাহিরের খোলস আবরনের কাতরস্বরে
নারীর চোখের পলক না পরা দৃশ্যের যাদুময়ী এক আহবানে
ক্ষনিকের বিশেষ কোন উত্তেজনার চরম মুহুর্তের প্রতিছায়ায়
এলোমেলো চুলের মায়াবী স্বিগ্বতায় সে এসে জড়িয়ে ধরে হাত
বুকের মাঝে শুয়ে পড়ে বাড়ায় শরীরের উòতা এ কোন মাত্রায়-
তবুও চলে না পাওয়ার আক্ষেপে ক্রমাগত ক্রন্দনের হিংস্রতা
নারী আর পুরুষের সাড়াশি অভিযানের রাত্রির পরম সংকটকালে
সে এসে বলে, তোমার চোখের অক্ষিগোলকে দেখেছি আমার মরণ।।।