পরশ্রীকাতর

চাঁদের কলঙ্ক তার আপন যাতনা
এমন হৃদয়সখা হাতে যায় গোনা,
হরষিত ফুল সদা হাসিতে হাসিতে ঝরে
আকুল মলয় তবু বসন্তে বিরাজ করে ।
———

0.00 avg. rating (0% score) - 0 votes