দিবস রজনী

রাত্রি অবসানে যবে নিভে যায় সকল বাতি
যতন করে রেখেছিনু তারে জাগিয়া বাসররাতি।
সেথায় ঝরে গেল সব ফুল রবি আগমনে
তোমার বীণার তার বাজে আমার হৃদয়বনে।

পূজা সমাপনে ত্বরা এসেছে সে ফিরে
নীরবে বসিল এসে সুখের শয়ন ছেড়ে ।
খেলা করে নিশিদিন মধুমুখে সেই মৃদুহাসি
নির্জন সে পথে যেন বিজয়রথ থামিল আসি।

মুক্ত দ্বারে, খোলা বাতায়নে, উচ্ছ্বসিত স্রোতে
বেদনার সুর ছাড়ি শোনায় মঙ্গলধ্বনি চারিদিক হতে।
অবোধ ভিক্ষুকের দল অসময়ের পাওয়ায় মত্ত
মৃদুছন্দে দ্যায় দোলা অকাজের কাজ যত ।

দিনের অশ্রু গেল শুকায়ে অলস কল্পনায়
অবাক দিনের রবিকিরণ সব বক্ষে জড়াতে চায়।
ধুলিমাখা বায়ুস্রোতে বিষায় ধরণীর শুদ্ধশ্বাস
নিদ্রাহীন আঁখি মেলি তার নেই কোন অবকাশ।

কর্মহীন জীবনের প্রান্ত ছাড়ি সুপ্তি হতে জেগে
যে বাঁশি শিখেছে সুর সহসা বাজে আপনরাগে।
সবে আছে নীরবে জগৎব্যাপী সমাধিসমান
ধূসর ডানার মাঝে স্বর্গ যেন কঠিন পাষাণ।
————

0.00 avg. rating (0% score) - 0 votes