তোমায় অনেক ভালোবেসেছিলাম

তোমায় অনেক ভালোবেসেছিলাম
————————————
তোমায় অনেক ভালোবেসেছিলাম
কখনো কেউ জানেনি তা জানি শুধু এই আমি,
একমাত্র তোমায় আমি চেয়েছিলাম
কেউ না জানুক জানেনতো আমার অন্তর যামী ।

তোমায় কতযে ভালো লাগতো ওগো
তোমায় ভেবে ভেবেই সারাক্ষন আনন্দ পেতাম,
কখনো সত্যি অস্থির হয়ে পড়তাম
শুধু এক নজর দেখার জন্য আমি ছুটে যেতাম ।

গোধূলি পেরিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসে
চাঁদ উঠে আকাশে সারারাত তোমার কথা বলে,
আমিযে কান পেতে শুনি তার কথা
বুকে উঠে সাগরের ঢেউগো দুচোখ ভাসে জলে ।

বেদনার রাত পোহালেই ভোর হয়
অলস দুপুরে বনে গাছে গাছে কোকিল ডাকে,
তোমায় অনেক ভালোবাসি বলে
আমার এই হৃদয় সর্বদাই তোমার ছবি আঁকে ।

বেদনার গানে গানে স্মৃতির টানে
নীরবে নিভৃতে আমিযে বেড়াই ভেসে বহু দূর,
তোমায় অনেক ভালোবাসি বলেই
আজও আমি স্বপ্ন দেখি কতযে তাহা সু-মধুর ।
———————————
শফিক তপন
৯ই শ্রাবণ ১৪২৩
২৪ শে জুলাই ২০১৬
ক্যানবেরা ।

0.00 avg. rating (0% score) - 0 votes