আমাকে ভুল বুঝনা
——————
আমাকে ভুল বুঝনা
তোমার নিজ গুনে আমায় ক্ষমা করে দিও,
আমাকে ভুল বুঝনা
যত দূরেই থাকো তুমি আমার আশীষ নিও ।
আমাকে ভুল বুঝনা
অনেক কিছু হয়তো বলতে পারিনি সেদিন,
আমাকে ভুল বুঝনা
আজ আমায় কুঁড়ে কুঁড়ে খায় তোমার ঋণ ।
আমাকে ভুল বুঝনা
যদি কোনদিন তোমার সনে দেখা হয় মোর,
আমাকে ভুল বুঝনা
সেই স্বপ্ন দেখে ফিরে জীবনের প্রতিটি ভোর ।
আমাকে ভুল বুঝনা
তুমি দেখো আমার নীরব ক্লান্ত নিঃসঙ্গতা,
আমাকে ভুল বুঝনা
তোমায় হারিয়ে যাচে আমার শত নীরবতা ।
আমাকে ভুল বুঝনা
তোমাকে কাছে পেয়ে হারাই আমি নির্বোধ,
আমাকে ভুল বুঝনা
আমি কেঁদে আঁখি জলে করিযে তার শোধ ।
——————————————-
শফিক তপন
৮ই শ্রাবণ ১৪২৩
২৩শে জুলাই ২০১৬